আইপিএলে বেটিংয়ের অভিযোগে মুম্বইয়ের থানে থেকে গ্রেফতার ৫

চলতি আইপিএল-এর ফাইনাল ম্যাচ রবিবার অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তার দুদিন আগে মুম্বইয়ের থানের একটি চায়ের দোকান থেকে ৫ ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, গত শুক্রবার গোপন সূত্রে থানে পুলিশের কাছে খবর যায়, থানের মিরা রোডের কাছে একটি চায়ের দোকানে কয়েকজন ব্যক্তি চলতি আইপিএল-এর ম্যাচ নিয়ে অনলাইন বেটিং চক্র চালাচ্ছে। এরপরই গত শুক্রবার রাতে পুলিশ গোপেন হানা দেয় থানের মিরা রোড সংলগ্ন ওই চায়ের দোকানে। সেখান থেকেই ওই ৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারপর সেখান থেকে ওই ব্যক্তিদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় বলে নভগর পুলিশের এক অফিসার জানিয়েছেন। জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে বেটিং চক্র পরিচালনা করার বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ল্যাপটপ এবং মোবাইল ফোনও। ধৃতদের বিরুদ্ধে আইপিসি ইন্ডিয়ান টেলিগ্রাফ ধারায় বে-আইনি বেটিং চক্র চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং এই চক্রের সঙ্গে আরও কোনও ব্যক্তি জড়িত আছে কি না তাও খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!