কর্নাটকে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান
কর্ণাটকের চামারাজনগরা জেলার ভোগপুর গ্রামে মাটিতে আছড়ে পড়ল বায়ুসেনার একটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত বিমান। প্রাণে বাঁচলেন মহিলা পাইলট-সহ ২। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে দুই বায়ুসেনার দুই পাইলট উপস্থিত ছিলেন। যদিও তাঁরা সময়মতো ইজেক্ট করায় অক্ষত রয়েছেন বলে খবর। প্যারাসুটের সাহায্যে তাঁরা নিজেদের প্রাণ বাঁচিয়েছেন। এই ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর নেই। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখবে বায়ুসেনা।