কলকাতায় এলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির প্রধান সঞ্জয় মিশ্র

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে হঠাৎ কলকাতায় এলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রধান সঞ্জয় মিশ্র। রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে সুজয় কৃষ্ণ ভদ্র সিবিআই- এর হাতে গ্রেপ্তার হওয়ার তিনদিনের মাথায় কলকাতায় পা রাখলেন সঞ্জয় মিশ্র। কলকাতা এসেই বিমানবন্দর থেকে তিনি সোজা যান সল্টলেকের সিজি ও কমপ্লেক্সে। রাতেই সেখানে বৈঠকে বসেন অফিসারদের সঙ্গে। কালীঘাটের কাকু গ্রেফতারিতে নতুন মোড় নিয়েছে বলে মনে করছে ইডি। ঠিক তখনই শহরে পা রাখলেন ইডির প্রধান। যাঁকে নিয়ম বদলে গত নভেম্বরে তৃতীয়বারের জন্য ইডির প্রধান হিসাবে বহাল করেছে কেন্দ্র। আরও এক বছরের জন্য বাড়িয়েছে তার কাজ করার মেয়াদ। ইডি সূত্রে খবর, রাজ্যে ইডি যে সমস্ত আর্থিক দুর্নীতির তদন্ত করছে, সেগুলি কী অবস্থায় রয়েছে, তার রিপোর্টও জানতে চাইবেন তিনি। তবে যেহেতু নিয়োগ দুর্নীতির মামলায় মঙ্গলবার রাতেই গ্রেফতার হয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। যাঁকে এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বলে মনে করছে ইডি, তাই এই সময়ে ইডি প্রধানের কলকাতায় আগমনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। কালীঘাটের কাকু’কে নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কেন্দ্রবিন্দু বলে মনে করছেন ইডির গোয়েন্দারা।