এবার পদত্যাগ করলেন টুইটারের ট্রাস্ট অ্যান্ড সেফটি-র প্রধান এলা আরউইন
পদত্যাগ করলেন টুইটারের ট্রাস্ট অ্যান্ড সেফটি’এর প্রধান এলা আরউইন। সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি নিজের পদত্যাগের কথা জানিয়েছেন। আরউইন কনটেন্ট মডারেশন তত্ত্বাবধানের দায়িত্ব পালন কিন্তু অক্টোবরে বিলিয়নেয়ার ইলন মাস্ক এটির মালিকানা কিনে নেওয়ার পর থেকে ক্ষতিকারক কনটেন্টের বিরুদ্ধে শিথিল সুরক্ষার জন্য সমালোচনার মুখে পড়েছিল। উল্লেখ্য আরউইন ২০২২ সালে টুইটারে যোগদান করেন। ট্রাস্ট এবং সেফটি টিমের প্রধান ইয়োল রথ পদত্যাগ করার পর ওই পদে দায়িত্ব নেন নভেম্বর মাসে।