হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে কাজ করছে না এসি, ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা
ফের বিপত্তি বন্দে ভারত এক্সপ্রেসে। বিকল হয়ে গেল হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের এসি। শুক্রবার সকালে এই ঘটনায় যাত্রীরা বিরক্ত হন। ট্রেন ছাড়ার আগেই দেখা যায়, পাঁচটি বগিতে এসি কাজ করছে না। সেই অবস্থাতেই নির্দিষ্ট সময়ে ট্রেন হাওড়া থেকে ছাড়ে। এসি কাজ না করায় পাঁচটি বগির যাত্রীরা প্রবল সমস্যায় পড়েন। ক্ষোভ দেখাতে থাকেন। এত দাম দিয়ে টিকিট কাটার পর এসি বিকল হওয়া নিয়ে যাত্রীরা ক্ষোভ উগড়ে দেন। অবশ্য ট্রেন ছাড়ার এক ঘণ্টার মধ্যেই এসি ঠিক হয়ে যায়। অতীতে বেশ কয়েকবার এই সেমি হাইস্পিড ট্রেনে একাধিক যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। এবার এসি বিকল হয়ে গেল।