২০২৪-এ লোকসভা ভোটে বিজেপিকে হারাবে ঐক্যবদ্ধ বিরোধী জোট, আশাবাদী রাহুল
১০ দিনের আমেরিকা সফরে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মার্কিন সফরে এসেই আত্মবিশ্বাসী রাহুল বলেছেন, ২০২৪ লোকসভা ভোটে ঐক্যবদ্ধ বিরোধী জোট বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসবে। ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে রাহুল বলেছেন, ‘কংগ্রেস আগামী লোকসভা ভোটে ভাল ফল করবে বলেই আমার বিশ্বাস। এমন ফলাফল যা মানুষকে চমকে দেবে। ঐক্যবদ্ধ বিরোধী জোট বিজেপিকে পরাস্ত করবে।’ লোকসভা ভোটের আর এক বছরও বাকি নেই। কংগ্রেস নিয়মিত বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করছে বলে জানিয়েছেন রাহুল। তাঁর কথায়, ‘বিরোধীরা ঐক্যবদ্ধ রয়েছে। সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে আমরা বৈঠক করছি। যার সুদূরপ্রসারী ফল আশাব্যঞ্জক হতে পারে। কাজটা জটিল। তবে অসম্ভব নয়। তবে আমি আশাবাদী বৃহৎ ঐক্যবদ্ধ বিরোধী জোট গড়ে তোলা সম্ভব হবে।’