‘মিথ্যে কথা বলছে ইডি, তদন্তকে ভুল পথে চালিত করছে’, ফের বিস্ফোরক কুন্তল
নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশের পথে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ। সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনলেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। অন্যদিকে, তাঁর সঙ্গে এদিন আদালতে হাজিরা ছিল তাপস মণ্ডলেরও। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মুখ খুললেও এড়িয়ে গেলেন কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি প্রসঙ্গ। এদিন আদালতে পেশ করার মুখে নিয়োগ মামলায় অভিযুক্ত তাপস মণ্ডলকে সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”যা বলার কুন্তল বলবে।” অথচ মাস চারেক আগেই তার মুখেই শোনা গিয়েছিল কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের নাম। তাপস মণ্ডলের পরই কুন্তল ঘোষকে প্রিজন ভ্যান থেকে বের করা হলে সংবাদ মাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হলে বহিষ্কৃত তৃণমূল যুব নেতার মুখে শোনা যায় বিস্ফোরক মন্তব্য। তিনি বলেন, ”ইডি মিথ্যে কথা বলছে। তদন্তকে ভুল পথে চালিত করছে। সাহস থাকলে তাহলে আমার বয়ান আদালতের সামনে পেশ করুক।”