মঞ্চে উঠতেই মুখ থুবড়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মঞ্চে উঠেই মুখ থুবড়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার কলোরাডোতে আমেরিকার বায়ুসেনা অ্যাকাডেমির অনুষ্ঠানে গিয়েছিলেন বাইডেন। সেখানে অনুষ্ঠান চলাকালীনই আচমকাই মঞ্চে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তবে পড়ে গিয়ে তাঁর সেরকম চোট লাগেনি বলে জানা গিয়েছে। প্রেসিডেন্টকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা গুপ্তচর সংস্থার দুই আধিকারিক। তাঁরাই তুলে ধরে চেয়ারে বসান প্রেসিডেন্টকে। তবে উঠে দাঁড়িয়েই প্রেসিডেন্ট বাইডেন আঙুল দিয়ে দেখান তিনি কীসে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন। দেখা যায়, মঞ্চে রাখা কালো একটি বালি ভর্তি ব্যাগে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন তিনি। পরে হোয়াইট হাউসের জনসংযোগ বিভাগের ডিরেক্টর বেন লাবোল্টও টুইটারে লেখেন, ‘টেলিপ্রম্পটারে সাপোর্ট দেওয়ার জন্য দু’টি ছোট ছোট বালির বস্তা ব্যবহার করা হয়। সেখানেই হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট। তবে তিনি সুস্থই রয়েছেন।‘

https://twitter.com/i/status/1664354892457148416