‘ভাইপোর নবজোয়ার কর্মসূচি ব্যর্থ, এবার কাটমানির নবজোয়ার আনছেন পিসি’, টুইটে কটাক্ষ শুভেন্দুর
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ব্যর্থ ৷ তাই এ বার কাটমানির নবজোয়ার আনতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার টুইটে এ কথা বললেন শুভেন্দু অধিকারী ৷ তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে তীব্র কটাক্ষ করে ফের শাসক দলের বিরুদ্ধে কাটমানি ইস্যুতে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ব্যর্থ হওয়ায় এ বার দলীয় নেতাদের ফের কাটমানি তোলার সুযোগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলকে ফের তোলামূল বলে কটাক্ষ করে শুভেন্দুর দাবি পঞ্চায়েত নির্বাচনের কাটমানি তোলার শেষ সুযোগকে কাজে লাগাতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ৷ শুক্রবার সকালে দীর্ঘ একটি টুইটে শুভেন্দু অধিকারী বলেছেন যেহেতু ভাইপোর নবজোয়ার তরঙ্গ তৈরি করতে ব্যর্থ হয়েছে সেই কারণে পিসি অবশেষে পঞ্চায়েত স্তরের তোলামূল নেতাদের জন্য আসল নবজোয়ার চালু করার উদ্যোগ নিয়েছেন ৷ কাটমানির নবজোয়ার শুভেন্দুর ঠিক কী অভিযোগ টুইটে বিরোধী দলনেতা একটি তথ্য তুলে ধরেছেন ৷