
দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে
দুবাই যাত্রায় বাঁধা দেওয়া হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে। ২ সন্তানকে সঙ্গে নিয়ে কলকাতা বিমান বন্দরে গিয়েছিলেন রুজিরা। তবে অভিবাসন দফতর তাঁদের আটকে দেয়। কারণ হিসেবে জানায়, রুজিরার বিরুদ্ধে লুকআউট সার্কুলার নোটিশ জারি করেছে ইডি। আর সেই ঘটনার কিছুক্ষণ পরেই অভিষেক জায়াকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, ৮ জুন- বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিতে বলা হয়েছে। সময় দেওয়া হয়েছে সকাল ১০টা নাগাদ। সূত্রে জানা গিয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।