নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়া নিয়ে উত্তেজনা, বিজেপির মিছিল আটকে দিল পুলিশ

 রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকা নন্দীগ্রাম। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে সেখানেই ‘দাপট’ দেখাল বিজেপি। হরিহরপুরের বিজেপি প্রার্থীরা এদিন নন্দীগ্রাম-১ ব্লকের বিডিও অফিসে প্রচুর লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে বচসাও বাধে পুলিশের। তা ঘিরে সাময়িক ভাবে উত্তেজনা ছড়ায় এলাকায়।আর সেই সময়েই পুলিশের সঙ্গে বাধে বচসা। ছড়ায় উত্তেজনা। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে অবশ্য পুলিশের নির্দেশ মতো কেবল প্রার্থীরাই বিডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল। এদিন তাঁর সঙ্গে ছিলেন হরিহরপুরের ১৪ জন বিজেপি প্রার্থী। জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে সকলে মেঘনাদের নেতৃত্বে যান বিডিও অফিসে। সঙ্গে ছিলেন প্রচুর বিজেপি কর্মী এবং সমর্থক। কমিশনের নির্দেশ, নমিনেশন জমা দেওয়ার স্থলে প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন ২ জন। ১০০ মিটারের মধ্যে ঢুকতে পারবে মাত্র ১টি গাড়ি। সেই মতো ‘মিছিল’ আটকে দেয় পুলিশ। বাধে বচসা। পরে অবশ্য প্রার্থীরাই শুধুমাত্র নমিনেশন জমা দিতে যান। পরিস্থিতি আসে নিয়ন্ত্রণে। 

error: Content is protected !!