সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল অরুণাচল, রিখটার স্কেলে ৩.২

সাতসকালে কেঁপে উঠল অরুণাচল প্রদেশ ৷ রবিবার ভোর ৬টা ৩৪ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয় সে রাজ্যের পশ্চিম কামেং জেলায় ৷ তবে ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই ৷ দেশের ভূবিজ্ঞান মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এনসিএস জানিয়েছে আজ ভোর ৬টা ৩৪ মিনিটে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং মৃদু ভূমিকম্প হয়েছে ৷ রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.২ ৷ মেঘালয়ের শিলং থেকে 173 কিলোমিটার উত্তরউত্তরপূর্বে অবস্থিত পশ্চিম কামেং জেলার বেশ কয়েকটি অংশে কম্পন অনুভূত হয়েছে ।এনসিএসএর রিপোর্ট অনুসারে কম্পনের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে ২৭.০২ অক্ষাংশ এবং ৯২.৫৭ দ্রাঘিমাংশে ।

error: Content is protected !!