পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের জেরে ধস, মৃত ২৫, আহত ১৪৫

 পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের জেরে ধসের ফলে ঘর বাড়ি ভেঙে পড়া সহ বিভিন্ন দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হল। সে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের জেরে শনিবার এত গুলো মানুষের প্রাণহানি ঘটেছে। ওইদিন খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক জেলায় ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রশাসনকে ত্রাণ কাজে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।  সূত্রে খবর, বিদ্যুতের খুঁটিতে গাছ ভেঙে পড়ায় আহত হয়েছেন আরও ১৪৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি দুর্যোগ কবলিত এলাকায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

error: Content is protected !!