নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে রাজ্যপালকে নিশানা শুভেন্দুর

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গায় অশান্তির জন্য কার্যত রাজ্যপালকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘‘রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নিয়োগে সবুজ সঙ্কেত দেওয়ার আগে আরও তাঁর ব্যাপারে তথ্য সংগ্রহ করা উচিত ছিল রাজ্যপালের। রাজীব সিনহাকে নিয়োগ করা ঠিক হয়নি রাজ্যপালের।’’ রবিবার হাওড়ায় একটি সভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, ‘‘এখন সংবাদমাধ্যমকে অনেক কিছু বলছেন রাজ্যপাল। কিন্তু তাঁর কথা এখন সরকার শুনবে না।’’ শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘সরকারের কাছ থেকে রাজভবনে নতুন কমিশনার নিয়োগের ব্যাপারে তিনজনের নামের তালিকা গিয়েছিল।’’

error: Content is protected !!