ডুয়ার্সে বজ্রাঘাতে মৃত্যু হল ২টি হাতির

 বজ্রাঘাতে মৃত্যু হল ২ টি মাঝবয়সী হাতির। ডুয়ার্সের নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের ঘটনা। গতকাল, মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়েছে ডুয়ার্সে। অনেক রাত পর্যন্ত বজ্রপাত বিক্ষিপ্তভাবে হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। রাত সাড়ে ৯ টায় বামনডাঙার বাসিন্দারা হাতির তীব্র আর্তনাদ শুনতে পান। আজ, বুধবার সকালে চা বাগানের ১৪ নম্বর সেকশনের কাছে গাছের পাশে দুটি হাতিকে দেখতে পান শ্রমিকেরা। কাছে গিয়ে দেখেন ওই দুটি হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে। তারপরেই বনদপ্তরে খবর দেন চা শ্রমিকেরা। বনদপ্তরের নাথুয়া রেঞ্জ ঘটনাস্থলে যায়। এলাকাবাসীরা মৃত হাতিকে ফুল দিয়ে মহাকাল ঠাকুর নামে পুজো করেন। কয়েকদিন আগেই এই বামনডাঙা চা বাগানের টন্ডু  সেকশনে বজ্রপাতে ১২ টি মহিষের মৃত্যু হয়েছিল। অনুমান, হাতি দুটি নদী পারপার করার সময় বাজ পড়ে মারা যায়। বনদপ্তরের আধিকারিকেরা হাতি দুটির মৃতদেহ উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে।

error: Content is protected !!