কলকাতার বিজয়গড় যুবকের রহস্যমৃত্যু

 কলকাতার বিজয়গড় এলাকায় যুবকের রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য। শুক্রবার সকালে বিজয়গড় এলাকার একটি বাড়ির সামনে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়রা খবর দেন গল্ফ গ্রিন থানায়। ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথাও বলে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খুন নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান, যুবক সম্ভবত মদ্যপ ছিলেন। কোনওভাবে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ। তবে মৃত যুবকের নাম, পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। 

error: Content is protected !!