মুম্বই-ইন্দোরগামী এক্সপ্রেসের ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল পড়ছে! ভিডিও ভাইরাল নেটে

মুম্বই থেকে ইন্দোরগামী অবন্তিকা এক্সপ্রেসের এসি বগির ছাদ থেকে ঝমঝম করে পড়ছে বৃষ্টি জল। এক্সপ্রেস ট্রেনের এসি কামরার এমন বেহাল দশা দেখে হতবাক নেটিজেন। শনিবার থেকে এক নাগাড়ে বৃষ্টিতে ভিজছে মুম্বই। যার জেরে মহারাষ্ট্রের থানে, পালঘরের মত জেলাগুলোতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির।

error: Content is protected !!