লেকটাউনে গাড়ি সঙ্গে বাসের সংঘর্ষ, মৃত ৩

গাড়ি সঙ্গে বাসের ধাক্কায় প্রাণ হারালেন ৩ জন। পুলিশ সূত্রে খবর, মৃতেরা একই পরিবারের সদস্য।  দুর্ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে। লেকটাউনের ভিআইপি রোডের কাছে। চার চাকা গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেই সময় বাগুইআটি থেকে উল্টোডাঙা যাওয়ার পথে ৪৪ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। যার জেরে বাস ও গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।  দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়িটিতে একজন তরুণী ও দুজন যুবক ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তাঁদের মৃত্যু হয়। বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশ। 

error: Content is protected !!