রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত বৈধ: হাইকোর্ট
রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই ১১ টি বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। এ নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যপালের সিদ্ধান্তকেই অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। মামলাকারী তথা অধ্যাপক সনৎ কুমার ঘোষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আচার্য তথা রাজ্যপাল উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছেন তা বৈধ। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনার প্রাসঙ্গিকতা রয়েছে বলে আদালত মনে করছে না। পাশাপাশি আদালত জানিয়েছে, রাজ্যপাল দ্বারা নিয়োগপ্রাপ্ত উপাচার্যরা বেতন এবং ভাতা সহ সমস্ত সুযোগ সুবিধা পাবেন।