পঞ্চায়েত নির্বাচনের আগে এবার সায়নী ঘোষকে তলব করল ইডি
এবার আবার একবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল টলি–জগতের। এবার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তথ্য জানতে সায়নী ঘোষকে তলব করেছে ইডি। কুন্তল ঘোষ এই মামলায় গ্রেফতার হওয়ার পর উঠে আসে সায়নী ঘোষের নাম। কারণ সায়নীর সঙ্গে কুন্তলের নানা ছবি প্রকাশ্যে চলে আসে। তাতে ধরে নেওয়া হয় একে–অপরকে চিনতেন। যদিও কুন্তল অনেকের নাম বললেও কখনও সায়নীর নাম বলেননি। সায়নীও এমন কোনও দাবি করেননি। সেখানে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই নোটিশ বেশ তাৎপর্যপূর্ণ।