আগামী ১৩ জুলাই পাড়ি দিচ্ছে চন্দ্রযান-৩
আগামী ১৩ জুলাই চাঁদের দেশে পাড়ি দিচ্ছে ভারতের চন্দ্রযান-৩। স্থানীয় সময় দুপুর আড়াইটার সময়ে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদ মুলুকের উদ্দেশে রওনা হবে নতুন মহাকাশ যান। বুধবার এ খবর জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (ইসরো ) চেয়ারম্যান এস সোমনা । ২০১৯ সালের ২২ জুলাই চাঁদের দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-২। যদিও ৪৭ দিনের মাথায় চাঁদের বুকে আছড়েই পড়েছিল চন্দ্রযান ২-এর ল্যান্ডার ‘বিক্রম’। ল্যান্ডিংয়ের সময়ে ভারসাম্য বজায় রেখে গতিবেগ কমাতে পারেনি। চন্দ্রপৃষ্ঠ থেকে ৫০০ মিটার দূরে হার্ড ল্যান্ডিং হয় বিক্রমের। যার ফলে ধ্বংস হয়ে যায়। অবতরণ ব্যর্থ হলেও রোভার নামানো, ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো কাজগুলি বিক্রম করেছিল সফল ভাবেই। ৩ ডিসেম্বর বিক্রমের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছিল নাসা। চন্দ্রযান-২ উৎক্ষেপণের তিন বছর বাদে ফের চাঁদের মুলুকে মহাকাশ যান পাঠাচ্ছে ইসরো। চন্দ্রযান-৩ তৈরিতে খরচ হয়েছে ৬১৫ কোটি টাকা। যদিও চন্দ্রযান-২ পাঠাতে গিয়ে মুখ পোড়ায় যথেষ্টই সতর্ক ইসরোর বিজ্ঞানীরা। শেষ মুহুর্তে সব কিছু খতিয়ে দেখার কাছ চলছে। চন্দ্রযান-২ এর অভিজ্ঞতার কথা মাথায় রেখে চন্দ্রযান-৩ এর সঙ্গে ল্যান্ডার এবং রোভার পাঠানো হলেও কোনও অরবিটের পাঠানো হচ্ছে না।