রেল অবরোধের জেরে খড়্গপুর-টাটা শাখায় ব্যাহত ট্রেন চলাচল

আদিবাসী সংগঠনের ডাকা ঝাড়খণ্ড বনধের জেরে ব্যাহত হল রেল পরিষেবা। আজ সকাল ৯টা থেকে ঝাড়খণ্ডের চিরুগোদা স্টেশনে অলচিকি হুল বাইসি সংগঠনের ৩০০ সদস্য রেল অবরোধ করেন। যার জেরে খড়্গপুর-টাটা শাখায় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। আপাতত ঘাটশীলা ও ধলভূমগড়ে নিয়ন্ত্রিতভাবে ট্রেন চালানো হচ্ছে।

error: Content is protected !!