
জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি, মৃত ৪, আহত ৫
জম্মু- কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে গভীর খাদে। দুর্ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৫ জন। সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার থানামান্ডি এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাজৌরি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এখনও তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ আরও জানিয়েছে, গতকাল দোদা ও রামবান জেলায় দুটি ভিন্ন দুর্ঘটনায় খাদে গাড়ি পড়ে প্রাণ হারিয়েছেন ৮ জন। আহত হয়েছেন ১৭ জন।