বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি, মমতা-অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দু

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে পদক্ষেপ নেবেন বলে শনিবার সন্ধেতেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী রাত ১০টা ৪ মিনিট নাগাদ কলকাতার হেয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন রাতে মেল করে হেয়ার স্ট্রিট থানায় ওই অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারী। সেখানে ১৫৩এ, ১৫৩বি, ৫০৫, ৫০৬, ১২০বি-সহ একাধিক ধারায় অভিযোগ এনেছেন শুভেন্দু।  উল্লেখ্য, একুশে জুলাইয়ের সমাবেশ থেকে আগামী ৫ আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন অভিষেক। তবে একুশের মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি করতে হবে বিজেপি নেতাদের বাড়ির একশো মিটারের বাইরে যাতে তাদের অসুবিধে না হয়। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারী। ওই অভিযোগ মেল-এ শুভেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছুটা অংশ তুলে ধরেছেন। শুভেন্দুর দাবি, অভিষেক যে ভঙ্গিমায় ওই কর্মসূচি ঘোষণা করেছেন তা মানুষের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। বিজেপি নেতারা যারা নিরাপত্তা পান সেই প্রটোকলের পরিপন্থী। অভিষেকের ওই কর্মসূচি নিয়ে শনিবার শুভেন্দু অধিকারী বলেন, প্রথমত আমি হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করব মেল পাঠিয়ে। পশ্চিমবাংলার এক সাংসদ যিনি আপত্তিকর কথা বলেছেন তাঁর বিরুদ্ধে ১৫৪ ধারায় এফআইআর করব।  আমি নিজে ওই হুমকির ভিক্টিম। গত ২ থেকে আড়াই বছর আমার বাড়িতে আক্রমণ হয়েছে দশ বারেরও বেশি।

error: Content is protected !!