৫ বছরে মোদি সরকারের বিজ্ঞাপনের খরচ ৩ হাজার ৬৮ কোটি টাকা

নিজের ঢাক নিজে পেটানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জুড়ি মেলা ভার। গত ৯ বছরে প্রধানমন্ত্রী হিসেবে নিজের মুখকে দেশের মুখ হিসেবে তুলে ধরতে যথেষ্টই সফল হয়েছেন স্বঘোষিত ফকির চা-ওয়ালা। আর তা করতে হরির লুঠের মতো জনগণের দেওয়া করের টাকা খরচ করে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। ২০১৮-১৯ আর্থ বর্ষ থেকে চলতি বচরের ১৩ জুলাই পর্যন্ত বিজ্ঞাপন বাবদ ৩,০৬৪. ৪২ কোটি টাকা খরচ হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদি সরকার ২০১৮-১৯ সাল থেকে তার বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন প্রোগ্রামের বিজ্ঞাপন এবং প্রচারের জন্য ৩০৬৪.৪২ কোটি টাকা ব্যয় করেছে। অধিকাংশ টাকা খরচ হয়েছে বিজেপি ঘনিষ্ঠ সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে গিয়ে। গত সপ্তাহে রাজ্যসভায় তথ্য ও সম্প্রচারের পক্ষ থেকে এক রিপোর্ট পেশ করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০১৮-১৯ থেকে চলতি বছরের ১৩ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের বিজ্ঞাটন বাবদ খরচ করা হয়েছে ৩,০৬৪.৪২ কোটি টাকা। তার মধ্যে সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে খরচ হয়েছে ১,৩৩৮.৫৬ কোটি টাকা। বৈদ্যুতিন মাধ্যমে অর্থা‍ৎ টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিতে খরচ হয়েছে ১,২৭৩ কোটি ৬ লক্ষ টাকা। হোর্ডিং-ফ্লেক্স-সহ আউটডোর বিজ্ঞাপনের ক্ষেত্রে খরচ হয়েছে ৪৫২.৮০ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ হয়েছে ২০১৮-১৯ অর্থবর্ষে। লোকসভা ভোট ছিল ওই সময়ে। আর ওই ভোটে রাজনৈতিক ফায়দা লুটতে বিজ্ঞাপনের পিছনে জনগণের টাকা দেদার খরচ করা হয়েছিল। ওই বছর খরচ করা হয়েছে ১,১৭৯.১৬ কোটি টাকা। পরের বছর ২০১৯-২০ অর্থবর্ষে খরচ হয়েছে ৭০৮.১৮ কোটি টাকা। ২০২০-২১ সালে করোনার তাণ্ডবের কারণে ঘরবন্দি হয়েছিলেন দেশবাসী। পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। মোদির ঢাক পেটানো তখনও বন্ধ হয়নি। ওই বছরে খরচ হয়েছে ৪০৯.৪৭ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বর্ষে ৩১৫.৯৮ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থ বর্ষে ৪০৮.৪৬ কোটি টাকা।

error: Content is protected !!