
মণিপুর নিয়ে বিক্ষোভের জেরে রাজ্যসভা থেকে সাসপেন্ড আপ সাংসদ সঞ্জয় সিংহ
মণিপুরের ভাইরাল ভিডিও নিয়ে বিরোধীদের বিক্ষোভে সোমবার উত্তাল হয়ে উঠল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বিক্ষোভের জেরে দফায়-দফায় দুই সভার কাজকর্ম স্থগিত রাখতে হয়। ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোয় রাজ্যসভা থেকে চলতি অধিবেশনের জন্য আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে সাসপেন্ড করেছেন চেয়ারম্যান। সংসদ থেকে বের করে দেওয়া হলেও মোদি আসরকারের বিরুদ্ধে সংসদের বাইরে লাগাতার লড়াই চলবে বলে পাল্টা হুঙ্কার ছুড়েছেন আপ সাংসদ। মণিপুরের লজ্জাজনক ঘটনা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের হাত গুটিয়ে বসে থাকার প্রতিবাদে সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই সরব হয়েছেন বিরোধী দলের সাংসদরা। বিক্ষোভের জেরে লোকসভা এবং রাজ্যসভার কাজকর্ম চালানো মুশকিল হয়ে পড়েছে। এদিনও সভার কাজ শুরু হতেই মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। সভার কাজকর্ম স্থগিত রেখে মণিপুর নিয়ে ঋআলোচনার দাবি জানান তাঁরা। লোকসভার অধ্যক্ষ ও রাজ্যসভার চেয়ারম্যান ওই দাবি খারিজ করে দেন। তাতে ক্ষুব্ধ হয়ে লাগাতার শ্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা। রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান আপ সাংসদ সঞ্জয় সিংহ। তাঁকে গোটা অধিবেশন থেকে সাসপেন্ডের প্রস্তাব দেন রাজ্যসভার বিজেপি দলনেতা পীযূষ গোয়েল। সেই প্রস্তাব তৎক্ষণাৎ মেনে নিয়ে আপ সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভা চেয়ারম্যান। ফলে পরিস্থিতি আরও বেগতিক হয়ে ওঠে।