
প্রবল বর্ষার জের, চিনের স্কুলে জিমের ছাদ ধসে ১১ জনের মর্মান্তিক মৃত্যু, আহত বহু
প্রবল বর্ষার কারণে চিনের একটি স্কুলের জিমের ছাদ ধসে মর্মান্তিক মৃত্যু হয়েছে ১১ জনের। তবে নিহতদের মধ্যে স্কুলটির কোনও পড়ুয়া রয়েছে কিনা সে বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। দায়িত্ব অবহেলার জন্য ধসে যাওয়া ভবনটির নির্মাণকার্যের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গতকাল রবিবার স্থানীয সময় বিকেল তিনটে নাগাদ চিনের শিল্পাঞ্চল হেইলংজিয়াং প্রদেশের কিকিহার শহরের একটি স্কুলের জিমের ছাদ আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে। দুর্ঘটনার আগের মুহুর্তে জিমটিতে ১৯ জন ছিলেন। তবে চঢার জন বেরিয়ে যান। বাকি ১৫ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ১৪ জনকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। তাদের মধ্যে চার জন মৃত ছিলেন। বাকি ১০ জনকে উদ্ধার করে হাসটপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়।