অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে ধাক্কা খেল বিজেপি, দ্রুত শুনানিতে ‘না’

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে বিজেপি। কলকাতার হেয়ার স্ট্রিট ও রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ই-মেইলের মাধ্যমে। এর মধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। অন্যটি করেছেন পূর্ণিমা চক্রবর্তী নামে এক মহিলা বিজেপি নেত্রী। যদিও অভিষেকের মন্তব্যের বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেল বিজেপি। ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে অভিষেক বলেন, ৫ আগস্ট কোচবিহার থেকে কাকদ্বীপ, বুথ স্তর থেকে ব্লক স্তর, সকল বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে। যদিও তার পরেই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অভিষেকের কর্মসূচিতে কিছুটা বদল আনেন। মঞ্চেই তিনি বলেন, শুধু ব্লক স্তরেই হোক। সঙ্গেই তিনি জানিয়ে দেন, বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরত্বে, প্রতীকী ঘেরাও হবে। যাতে যাতায়াতের অসুবিধে না হয়, এবং হেনস্থার অভিযোগ তুলতে না পারে। অভিষেকের এই বক্তব্যের পরই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ২১ জুলাই অভিষেক ব্যানার্জি ধর্মতলায় যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন, তাতে গেরুয়া শিবিরের নেতাদের প্রাণ সংশয় রয়েছে। এর ফলে হিংসা ছড়াতে পারে বলেও অভিযোগ শুভেন্দুর। থানায় অভিযোগ দায়েরের পর  হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে গেরুয়া শিবির। বিজেপির পক্ষ থেকে আদালতে মামলা দায়ের এবং দ্রুত শুনানির আবেদন জানানো হয়।

error: Content is protected !!