রাজ্যে আরও দশ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা জারি রয়েছে। সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আরও দশদিন রাখার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। সন্মতি প্রধান বিচারপতি টিএস শিবগননম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চের। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রধান বিচারপতি রাজ্য সরকারের কাছে জানতে চান সরকারি স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে কী করা হয়েছে? তাতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, তাদের চিহ্নিত করা হয়েছে। সেটা হলফনামায়  জানানো হয়েছে। প্রধান বিচারপতি বলেন, কারা এই দূর্বত্ত?  অ্যাডভোকেট জেনারেল জানান, সব কিছু জানিয়েছি আমরা হলফনামায়। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী  জানান, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিরন্তর অসহযোগিতা করা হয়েছে। এখনও হচ্ছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক  সিদ্ধান্ত নিয়েছে আপাতত আরও ১০ দিন  কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে। দফায় দফায় তাদের প্রত্যাহার করা হবে।

error: Content is protected !!