জলপ্রপাত দেখতে গিয়ে আটকে পড়া ৮৫ জন পর্যটক উদ্ধার বিপর্যয় মোকাবিলা বাহিনী 

প্রবল বৃষ্টিপাতের মধ্যেই পর্যটনের টানে জলপ্রপাত দেখতে উঠেছিলেন তাঁরা। পাহাড় বেয়ে উপরে উঠেও গিয়েছিলেন পর্যটকের দল। কিন্তু বৃষ্টি বাড়তে থাকায় নামার পথে জমে যায় জল। তীব্র স্রোতে পাহাড় বেয়ে নামা তো দূর, দুই পা এগিয়ে যাওয়াও মুশকিল হয়ে পড়ে। তাই সেখানেই আটকে পড়েন সকলে। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার মুলুগু জেলার মুত্যালা ধারা জলপ্রপাতে। সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তেমন গতকালও অনেকেই  পাহাড় বেয়ে উঠেছিলেন জলপ্রপাতের শোভা দেখতে। কিন্তু বাধ সাধে প্রবল বৃষ্টি ও জলের তোড়। ৮৫জন আটকে পড়েন। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলকে উদ্ধার করে। এক কিশোরের কাঁকড়াবিছের কামড় খাওয়া ছাড়া সেভাবে কেউ জখম হননি। সকলেই নিরাপদে ও সুস্থ রয়েছেন বলে খবর।

error: Content is protected !!