
‘যেখানে ভোটে দাঁড়াবেন, সেখানেই হারাব’, লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার সময় বিজেপিকে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ‘আপনারা আছেন আর ছ’মাস আছেন।’ আগামী বছরেই লোকসভা নির্বাচন, সেই প্রেক্ষিতে মমতার এই খোঁচায় পাল্টা দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আসন্ন লোকসভা নির্বাচনে মমতাকে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু। এই বিষয়ে পরে শুভেন্দুকে প্রশ্ন করা হলে বলেন, ‘দম থাকলে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের আসনগুলি পুনর্গণনা করে দিন না। বড় বড় কথা বলছেন উনি। ২০১৪ সাল থেকে হারছেন। মিত্র ইনস্টিটিউশনে নিজে হেরেছেন তো। কেন্দ্রীয় পুলিশ থাকলেই হারছেন। আবার আগামী বছরে হারবেন। মিত্র ইনস্টিটিউশনে হারবেন, ওনার নিজের বুথে হারাব।’ তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দাঁড়ানোর চ্যালেঞ্জ দিচ্ছেন শুভেন্দু? বিরোধী দলনেতা অবশ্য হুঙ্কার দিয়ে রাখছেন, ‘উনি ভাইপোকে মুখ্যমন্ত্রী করে দিল্লিতে পালাতে চাইছেন। তো দিল্লিতে যেতে গেলে তো লোকসভায় দাঁড়াতে হবে, নাহলে রাজ্যসভায় পিছনের দরজা দিয়ে যেতে হবে। কিন্তু ভোটে দাঁড়ালেই হারাব। যেখানে দাঁড়াবেন, সেখানেই হারাব।’ উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় তুমুল হইচই বেঁধে গিয়েছিল। আজ ছিল বিধানসভার অধিবেশনে এক হেভিওয়েটে ভরপুর দিন।