
মণিপুরের ভাইরাল ভিডিও কাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে
মণিপুরে দুই কুকি যুবতীকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিল স্বরাষ্ট্রমন্ত্রক। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে সিবিআইকে ওই ভাইরাল ভিডিয়োর তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কারণে ওই মামলার বিচার প্রক্রিয়া মণিপুরের পরিবর্তে অসমে হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৯ জুলাই বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিয়ো ভাইরাল হয়। ওই ভিডিয়োতে দেখা যায়, দুই কুকি যুবতীকে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে ঘোরাচ্ছে মেইতেই জনগোষ্ঠীর দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ওই দুই যুবতীর মধ্যে একজন গণধর্ষণের শিকার হন। ওই ভয়াবহ ভিডিয়ো নিয়ে গোটা দেশেই নিন্দার ঝড় ওঠে। শিহরে ওঠেন সাধারণ মানুষ। সমালোচনার মুখে নড়েচড়ে বসে মণিপুর পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়। মণিপুরের ভাইরাল ভিডিয়ো ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতিও। উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে তিন মাস ধরে চলা হিংসা নিয়ে নীরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীরা গত পাঁচদিন ধরে তার বিবৃতির দাবিতে সংসদে দাবি জানিয়ে চলেছেন। বিরোধীদের হই-হট্টগোলে সংসদের দুই কক্ষের কাজকর্ম ভণ্ডুল হয়ে যাচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে মণিপুর নিয়ে অনাস্থা প্রস্তাবও আনা হয়েছে। তার মধ্যে এদিনআচমকাই মণিপুরের ভাইরাল ভিডিয়োকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক।