ইলিশ ধরতে গিয়ে আচমকাই ডুবল ট্রলার

 ইলিশ ধরতে গিয়ে আবারও ডুবল ট্রলার। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর থেকে আরও গভীরে প্রবল ঢেউয়ের দাপটে উল্টে যায় মা শীতলা নামে একটি ট্রলার। ট্রলারটি ডুবে যাওয়ার পর ড্রাম ধরে কোনওক্রমে বাঁচার চেষ্টা করেন ৮ মৎস্যজীবী। বেশ কয়েক ঘণ্টা বঙ্গোপসাগরের জলে ভাসেন তাঁরা। সেই সময় অন্য একটি মৎস্যজীবী ট্রলারের মাঝিরা দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করেন। প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে। উদ্ধার মৎস্যজীবীদের চিকিৎসা চলছে। ডুবে যাওয়া ট্রলারটির উদ্ধারের চেষ্টাও চালানো হচ্ছে।

error: Content is protected !!