
আসানসোল – দুর্গাপুর কমিশনারেটের নয়া পুলিশ কমিশনার সুনীল চৌধুরী
আইজি, সিআইডি সুনীল কুমার চৌধুরীকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়। ওই পদে থাকা বর্তমান পুলিশ কমিশনার তথা আই পি এস অফিসার সুধীর কুমার নিলাকান্তমকে ডিআইজি পদে রাজ্য পুলিশের অন্যত্র বদলি করা হয়। ১৯৯৭ ব্যাচের দক্ষ আইপিএস (IPS)অফিসার লক্ষ্মী নারায়ণ মিনাকে রাজ্যের কারা বিভাগের এডিজি পদে দায়িত্ব দেওয়া হল। বর্তমান রাজ্যের কারা বিভাগের এডিজি সঞ্জয় সিংকে বদলি করা হয় রাজ্য পুলিশের সশস্ত্র বিভাগের এডিজি পদে। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে মোট চারজন আইপিএস অফিসারের এই রদবদলের বিজ্ঞপ্তি জারি করা হয়। রাজনৈতিক মহলের ধারণা, আসানসোল- দুর্গাপুর কমিশনারেট এলাকায় পরপর ঘটে যাওয়া বেশ কয়েকটি খুনের ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল সেখানকার দায়িত্বে থাকা বর্তমান পুলিশ কমিশনারকে। অপরদিকে রাজ্যের সংশোধনাগার গুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে সঞ্জয় সিংকে সরিয়ে লক্ষ্মী নারায়ণ মিনাকে দায়িত্ব দিল নবান্ন।