হরিয়ানায় অশান্তি অব্যাহত, নুহ-এর পর গুরুগ্রামে জ্বালিয়ে দেওয়া হল দোকান- রেস্তোরাঁ

হরিয়ানার নুহ-তে ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়ায়, তার রেশ এখনও অব্যাহত।  নুহ জেলায় উত্তেজনা ছড়ানোর পর তার রেশ ফরিদাবাদেও যেমন পড়ে, তেমনি গুরুগ্রামেও প্রভাব দেখা যায়। গুরুগ্রামে একটি ধর্মীয় স্থানে  আগুন ধরানোর পর এবার একটি রেস্তোরাঁ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল।  উত্তেজিত জনতা গুরুগ্রামের ওই রেস্তোরাঁয় হাজির হয়েতা পুড়িয়ে দেয়।  একটি দোকানও পুড়িয়ে দেয় বলে খবর।

error: Content is protected !!