
স্টুডিয়োতে আত্মহত্যা আর্ট ডিরেক্টর নীতীন চন্দ্রকান্ত দেশাইয়ের
বলিউডের বিখ্যাত আর্ট ডিরেক্টর নীতীন চন্দ্রকান্ত দেশাই আত্মহত্যা করলেন। জানা গিয়েছে, নীতীন চন্দ্রকান্ত দেশাই নিজের স্টুডিও অর্থাৎ এনডি স্টুডিওতে আত্মঘাতী হয়েছেন। মুম্বই থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত তার স্টুডিও। আর সেখানেই এই ঘটনা ঘটে গিয়েছে। আজ, ২ অগাস্ট, বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। কেন তিনি এমন কাজ করলেন সেটা যদিও জানা যায়নি। নীতীন চন্দ্রকান্ত দেশাই দাপলিতে জন্মগ্রহণ করেন। নীতীন দেশাই বা নীতীন চন্দ্রকান্ত দেশাই মূলত তাঁর শিল্প, স্টুডিও ডিজাইন, ইত্যাদির জন্য বলিউডে সুপরিচিত ছিলেন। বলিউডে একাধিক বড় বাজেট এবং সুপার হিট ছবিতে কাজ করেছেন তিনি। উল্লেখ্য, নীতীন চন্দ্রকান্ত দেশাই মূলত মারাঠি এবং হিন্দি ছবিতে কাজ করতেন। তাঁর কল্পনায় তৈরি করা দুর্দান্ত সব সেট, স্টুডিও দেখা গিয়েছে লাগান, যোধা আকবর, হাম দিল দে চুকে সনম, দেবদাস, প্রেম রতন ধন পায়ো, ইত্যাদি ছবিগুলোতে।