ওভারহেড তারে হনুমান, কৃষ্ণনগর- শিয়ালদা ডাউন লাইনে ভোগান্তি

 সপ্তাহের শুরুতেই সাতসকালে ট্রেনের গন্ডগোল কৃষ্ণনগর শিয়ালদহ ডাউন লাইনে। ডাউন ধনধান্য এক্সপ্রেস কৃষ্ণনগর স্টেশন ছেড়ে জালালখালি ঢোকার আগেই বিপত্তি। ডাউন লাইনের তারে একটি হনুমান তড়িৎদাহ হওয়ার পরেই তার ঝুলে যায়। যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই হনুমানের। রেল লাইনের এক পাশে পড়ে রয়েছে হনুমানটি। ওভারহেডের তার ঝুলে যাওয়ায় আনুমানিক সকাল ৯:৩০টা নাগাদ ডাউন ধনধান্য এক্সপ্রেস জালালখালি ঢোকার আগের মুহূর্তেই দাঁড়িয়ে পড়ে। সপ্তাহের শুরুতেই অফিস টাইমে ধরনের গোলযোগে ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে শুরু করে সকলেই। তবে রেলের প্রচেষ্টায় ট্রেন চলাচল শুরু হল বলে জানা গিয়েছে। প্রত্যেক সপ্তাহে সোম, বুধ, শুক্র এবং শনিবার ধনধান্য এক্সপ্রেস লালগোলা থেকে কলকাতা স্টেশনে যায়। আজও আর পাঁচটা দিনের মতো স্বাভাবিকভাবেই ট্রেনটি কৃষ্ণনগর থেকে ছাড়ার পরেই হনুমানের জন্যে ওভারহেডের তার ঝুলে যায় এবং এই বিপত্তি ঘটে বলেই জানান প্রত্যকদর্শীরা।

error: Content is protected !!