একটানা ভারী বৃষ্টি বিপর্যস্ত উত্তরাখণ্ড, একাধিক জায়গায় ধস, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল হোটেল

বৃষ্টি বিধ্বস্ত উত্তরাখণ্ডে আরও এক বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। বৃষ্টি যেন থামার নাম নেই। নিত্যদিনই প্রায় সেখানে জারি হচ্ছে ভারি বৃষ্টির সতর্কতা। উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ধস, বন্যা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে রুদ্রপ্রয়াগ জেলার কেদারঘাটি রামপুরে একটি তিনতলা হোটেল ধসে পড়ল। সেই দৃশ্য ক্যামেরাবন্ধি করেছেন স্থানীয়া। জানা গিয়েছে ধসের আগেই হোটেল খালি করে দেওয়া হয়েছিল। ফলে কারুর আহত হওয়ার খবর মেনেনি।

error: Content is protected !!