১২ দিন পর ফিরলেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

১২ দিন পর যুদ্ধ শেষে ফের পাম অ্যাভিনিউয়ের স্থায়ী ঠিকানায় ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে নিয়ে আসা হয় বাড়িতে। বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার আগেই মঙ্গলবার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়ে সমস্ত সেট আপ রেডি করা হয়েছে হাসপাতালের তরফে। আগামী কয়েকদিন হোম কেয়ারে ২৪ ঘণ্টা হাসপাতালের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে থাকবেন।  সূত্রে খবর, এদিন সকাল থেকে বাড়ি যাওয়ার আনন্দে খুশি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সুস্থ হয়ে সবাইকে আর্শীবাদ করে বাড়ির পথে রওনা হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে অ্যাম্বুলেন্সে রয়েছেন একজন চিকিৎসক, একজন টেকনিশিয়ান একজন নার্স। আগামী কয়েকদিন ২৪ ঘণ্টাই মেডিক্যাল নজরদারিতে থাকবেন কারণ সংক্রমণ মুক্ত হলেও পুরোপুরি সুস্থ নন বুদ্ধদেব ভট্টাচার্য। মুখে তরল খাবার দেওয়া হলেও লাগানো রয়েছে রাইলস টিউব। সঙ্গে চলছে হালকা মাত্রায় অক্সিজেন। রাতে ছাড়া বাইপ্যাপ সার্পোটের তেমন প্রয়োজন পড়বে না বলে জানান চিকিৎসকেরা । তবে তাঁর শরীরের সমস্ত প্যারামিটারগুলোয় নজর রাখার জন্য আগামী কয়েকদিন ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক ও সিস্টার নজর রাখবে তাঁর উপরে। বাড়িতেই চলবে ফিজিওথেরাপি, সোয়ালো থেরাপি, যাতে তিনি নিজে মুখে করে তরল খাবার খেতে পারেন। তবে তিনি সম্পূর্ণ সজাগ আছেন। হাসছেন, গল্প করছেন, রবীন্দ্র সংগীত শুনছেন। এদিন বাড়ি যাওয়ার খুশিতে সকাল থেকে তাঁর মুখে হাসি ধরছিল না বলে জানান চিকিৎসকেরা। সমস্ত মেডিক্যাল স্টাফদের তিনি প্রাণ ভরে আর্শীবাদ করেছেন বলে খবর। তাঁর এতটা তাড়াতাড়ি সুস্থতায় খুশি চিকিৎসকেরাও। এখন বুদ্ধদেব ভট্টাচার্যকে সংক্রমণমুক্ত রাখাই চ্যালেঞ্জ।

error: Content is protected !!