
টাকা আত্মসাতের অভিযোগে ৬ মাসের জেল প্রবীণ বলিউডের অভিনেত্রী জয়া প্রদার
বিপাকে বলিউডের প্রবীণ অভিনেত্রী জয়া প্রদা। পুরোনো একটি মামলায় ছয় মাসের জন্যে কারাদণ্ডে দণ্ডিত হলেন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ জয়া প্রদা, সঙ্গে ৫০০০ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। অভিনেত্রীর সঙ্গে মামলায় দোষী সাব্যস্ত হলেন তাঁর দুজন ব্যবসায়িক অংশীদার রাম কুমার এবং রাজা বাবু। ঠিক কী কারণে জেল হল অভিনেত্রীর? বলিউডের ৭০-৮০ দশকের একজন প্রথম সারির অভিনেত্রী হলেন তিনি। একাধিক সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। দক্ষিণী ছবির নায়িকা হয়েও বলিউডে বেশ পসার জমিয়েছিলেন তিনি। একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র রয়েছে তাঁর ঝুলিতে। বিশেষ করে জিতেন্দ্রর সঙ্গে তাঁর জুটি বেশ পছন্দের ছিল সকলের। তবে কেরিয়ারের মধ্যগগনেই অভিনয়কে বিদায় জানান অভিনেত্রী। এরপর বিয়ে করেন, তারপর রাজনীতিতে নাম লেখান অভিনেত্রী। যদিও বিয়ে এবং রাজনীতি উভয় ক্ষেত্রেই অসফল তিনি। প্রতিবেদন অনুসারে, জয়া প্রদা এবং তাঁর ব্যবসায়িক অংশীদাররা চেন্নাইতে একটি সিনেমা থিয়েটার কিনে ছিলেন। কিন্তু লোকসানের কারণে তাঁরা কয়েক বছর আগে সিনেমা হলটি বন্ধ করে দেন। কিন্তু থিয়েটারে কাজ করা স্টাফ সদস্যদের উপযুক্ত বকেয়া না দেওয়ার অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে। এমনকী তাঁদের বেতন থেকে ESI কেটে নিয়েও তা পরিশোধ করেননি অভিনেত্রী, তাই জয়া প্রদার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন হলকর্মীরা। শ্রম সরকারী বীমা কর্পোরেশনের অধীনে জয়া প্রদা, রাম কুমার এবং রাজা বাবুর বিরুদ্ধে চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন তাঁরা। এরপরই বিচারে দোষী প্রমাণিত হন জযা প্রদা এবং তাঁর ব্যবসায়ী অংশীদার রা। আদালত মামলার শুনানি করে তাঁদের ছয় মাসের জন্যে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। জয়া প্রদা তাঁর অপরাধ স্বীকার করে থিয়েটার কর্মীদের সমস্ত বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে অভিনেত্রী তাঁর বিরুদ্ধে হওয়া মামলাটি খারিজ করার জন্য আদালতের কাছে আবেদনও করেছিলেন। কিন্তু আদালত তাঁর আপিল প্রত্যাখ্যান করে তাঁকে ৫০০০ টাকা জরিমানাসহ ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। অভিনেত্রীর সেরা কিছু কাজের মধ্যে রয়েছে, সিরি সিরি মুভভা, সরগাম, সিন্দুর, মা, ওরিকি মোনাগাদু। সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত পরিচালকরা জয়া প্রদার সঙ্গে করেছেন। তাঁকে বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা করা হয় এখনও।