
বহরমপুরের বাস টার্মিনাসে উদ্ধার যুবকের রক্তাক্ত মৃতদেহ
সোমবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মোহনা বাসট্যান্ডে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সাত সকালে বহরমপুরের প্রাণ কেন্দ্র মোহনা বাসস্ট্যান্ডের দ্বিতল ভবনে রক্ত দেখতে পান স্হানীয় বাসের কর্মীরা। পরে এগিয়ে যেতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ পড়ে রয়েছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বহরমপুর থানার পুলিশকে। বহরমপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।