
আগামীকাল দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস
১৫ ই আগস্ট কলকাতা শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে এই অগাস্ট বুধবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে দু -এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, ১৫,১৬ ও ১৯ অগাস্ট উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঞ্জীববাবু আরো বলেন,এই মুহূর্তে একটি মৌসুমী অক্ষরেখা যাচ্ছে হিমালয়ের পাদদেশ দিয়ে । ফলে উত্তরবঙ্গে জেলাগুলোতে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচটি জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর দুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে।তার মধ্যে ১৫ তারিখ, ১৬ তারিখ এবং ১৯ তারিখ এই তিন দিন উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।