আগামিকাল থেকেই যাদবপুরে ধর্ণায় তৃণমূল ছাত্র পরিষদ

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামিকাল অর্থাৎ বুধবার থেকে সেখানে ধর্নায় বসতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল সূত্রেই জানা গিয়েছে দলের ছাত্র পরিষদকে যাদবপুরে আরও বেশি করে সংগঠন বিস্তারের জন্য নতুন করে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন দলের সুপ্রিমো। এ বিষয়ে তৈরি হচ্ছে নয়া নির্দেশিকাও। বুধবার দিনভর যাদবপুরে ধর্নায় থাকবে দলের ছাত্র পরিষদের সদস্যরা। তিন-চারটি দাবিতে তারা সরব হবেন। তবে পড়ুয়া মৃত্যুর জেরে সেই ধর্না হবে বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে যাদবপুরের ৮বি স্ট্যান্ডে।

error: Content is protected !!