হরিয়ানার নুহ দাঙ্গার অন্যতম পাণ্ডা বিট্টু বজরঙ্গী গ্রেফতার

হরিয়ানার নুহতে দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার স্বঘোষিত গো-রক্ষক বিট্টু বজরঙ্গি। ১ অগস্ট তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে তাঁকে হাঁটতে দেখা যায়। ভিডিওটির গানটি হুমকিমূলক। ফলে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তাঁকে গ্রেফতারের আওয়াজ ওঠে। এরপরেই গ্রেফতার হলেন হিন্দু সংগঠনের কর্মী বিট্টু বজরঙ্গি।

error: Content is protected !!