
যাদবপুরে মৃত ছাত্রের বাড়িতে ৫ সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল
যাদবপুরের মৃত ছাত্রের বাড়িতে আগামীকাল যাবে তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দল। আগামীকাল সকাল ১১:৩০ সময় তৃণমূল ভবন থেকে রওনা দেবেন তাঁরা। এই প্রতিনিধি দলে থাকছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যের তিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ও ব্রাত্য বসু। এছাড়া যাবেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। এই প্রতিনিধি দলের সদস্যরা বার্তা পৌছে দিতে চান মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের। ইতিমধ্যেই মৃত ছাত্রের বাবার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মমতা বন্দোপাধ্যায়। দোষীদের শাস্তি দেওয়া হবে বলে, তিনি জানিয়েছেন। এবার তাদের সঙ্গে সরাসরি দেখা করতে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল শাসক দল।