
প্রয়াত কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব
কলকাতা ময়দানের ‘বড়ে মিঁঞা’ মহম্মদ হাবিব প্রয়াত। ৭৪ বছর বয়সে প্রয়াত হলেন তিন প্রধানে খেলা এই কিংবদন্তি ফুটবলার। আজ বিকেল সাড়ে ৪টেয় হায়দরাবাদে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৪ বছর। তিন প্রধানে দাপিয়ে খেলেছেন। জাতীয় দলের জার্সিতেও রয়েছে সাফল্য। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তিনি সৈয়দ নাঈমুদ্দিনের নেতৃত্বে 1970 সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন মহম্মদ হাবিব। দীর্ঘদিন কোচিং করেছেন। টাটা ফুটবল একাডেমি থেকে কিছু ভালো মানের ফুটবলার তুলে এনেছিলেন হাবিব। ১৯৭৭ সালে মোহনবাগানের জার্সিতে পেলের কসমসের বিরুদ্ধে তার পারফরমেন্স স্বর্ণাক্ষরে লেখা আছে।