পাথুরিয়াঘাটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, চাপা পড়ে মৃত ১, আহত ২

পাথুরিয়াঘাটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৫ তলা পুরনো বাড়ির ৩ তলার একাংশ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন এক নাবালক সহ দুই জন। পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ ৬৪ পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি ১০০ বছরের পুরনো বাড়ি ভেঙে পড়ে। তাতে চাপা পড়েন এক দম্পতি ও নাবালক। শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দমকল ও পুলিশে তাঁরাই খবর দেন। রাত তিনটে নাগাদ ধ্বংসস্তূপ থেকে তিনজনকে উদ্ধার করে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মৃত্যু হয় এক মহিলার। কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বাকি দুইজন। মহিলার স্বামীর অবস্থা সঙ্কটজনক।  কলকাতা পুরসভার পক্ষ থেকে বহু আগেই বাড়িটিকে ‘বিপজ্জনক বাড়ি’ ঘোষণা করে দেওয়া হয়েছিল। সতর্কতামূলক বোর্ডও টাঙানো ছিল।তাতেও অনেকেই ওই বাড়িতে বসবাস করছিলেন। 

error: Content is protected !!