প্রবল বর্ষণে হিমাচলে ২১৪ জনের মৃত্যু, উত্তরাখণ্ডে ৮১

প্রবল বর্ষণে বিধ্বস্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে অতিবর্ষণ। আর তার জেরে ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি নদী। পাহাড়ে ভয়ানক ধস। ভূমিধস,বন্যা সব মিলিয়ে যেন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রকৃতি। ভারতের এই দুই পাহাড়ি রাজ্যই বর্ষার শুরু থেকে ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। গত ২৪ জুন থেকে হিমাচলে ২১৪ জনের মৃত্যু হয়েছে। তবে এখনও ৩৮ জন নিখোঁজ। রাজ্যে বৃষ্টির ফলে ১০,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডে বর্ষা আসার পর থেকে এখনও পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১৯ জন। রাজ্যের ৬৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

error: Content is protected !!