ভারতে আইফোন-১৫ উৎপাদন শুরু করল ফক্সকন

শ্রীপেরামবুদুরে ফক্সকনের কারখানায় অ্যাপলের আই ফোনের সর্বশেষ সংস্করণ আইফোন-১৫ উ‍ৎপাদন শুরু হয়েছে। যদিও ওই ফোন গ্রাহকদের কাছে পৌঁছতে আরও কয়েক সপ্তাহ লাগবে। তাইওয়ানের তথ্য-প্রযুক্তি যন্ত্রাংশ উ‍ৎপাদককারী প্রতিষ্ঠানের এক মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন, চিন থেকে আরও বেশ কিছু যন্ত্রাংশ পৌঁছনোর পরেই তামিলনাডুর কারখানায় তৈরি আইফোন-১৫ বাজারজাত করার জন্য অ্যাপলকে সরবরাহ করা হবে। ভারতীয় বাজারে আগে চিনে উ‍ৎপাদিত আই ফোন বিক্রি করত অ্যাপল। আর চিন থেকে ওই আই ফোন ভারতীয় বাজারে পৌঁছতে দীর্ঘ সময় লাগত। কেননা, চিন থেকে যন্ত্রাংশ আমদানি করার পরে স্থানীয় কারখানায় তা জোড়া হতো। ফলে চাহিদা অনুযায়ী সরবরাহ করা যেত না। ফলে ভারতের বিশাল বাজার ধরতে চিনের উপর নির্ভরশীলতা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল অ্যাপল কর্তৃপক্ষ। চলতি বছরেই মুম্বই ও দিল্লিতে নিজস্ব শোরুম চালু করেছে মার্কিন সংস্থাটি। ভারতীয় বাজারে যাতে চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যায় তার জন্য তামিলনাডুর শ্রীপেরামবুদুরে আই ফোনের যন্ত্রাংশ নির্মাতা ফকক্সকন নিজস্ব কারখানা গড়ে তুলেছে ইতিমধ্যেই। শুধূ তাই নয়, বেঙ্গালুরু ও হায়দরাবাদেও নতুন কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানের সংস্থাটি। আগামী ১২ সেপ্টেম্বর বাজারে আইফোন-১৫ ছাড়ার কথা রয়েছে। নয়া ফোনে ক্যামেরা ও প্রোসেসরের ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা হচ্ছে। ফক্সকনের পাশাপাশি টাটা অধিগৃহীত পেগাট্রোন কর্পের কারখানাতেও আইফোন-১৫ অ্যাসেম্বলের (যন্ত্রাংশ যুক্তকরণ) কাজ শুরু হতে চলেছে।

error: Content is protected !!