মণিপুরের হিংসা তদন্তে সিবিআই-এর ৫৩ সদস্যের টিম তৈরি

জাতিগত সংঘর্ষে জর্জরিত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। এই পরিস্থিতিতে নজিরবিহীন পদক্ষেপ সিবিআই-এর। ৫৩ সদস্যের টিম তৈরি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  এর মধ্যে ২৯ জনই মহিলা। মণিপুর রাজ্যে অবিরত চলতে থাকা হিংসার ঘটনার তদন্ত করবেন তাঁরা। এই টিমের তদন্তের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়। তাঁর অধীনে থাকছেন তিনজন ডিআইজি। মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত মামলাগুলির তদন্তের জন্য ২ জন মহিলা অ্যাডিশনাল এসপি এবং ৬ জন মহিলা ডিএসপিকে নিয়োগ করা হয়েছে। এছাড়া ১৬ জন ইন্সপেক্টর এবং ১০ জন সাব ইন্সপেক্টর থাকছে ওই দলে।

error: Content is protected !!